বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জে যতদিন প্রয়োজন সেনাবাহিনী ততদিন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে বন্যাপরবর্তী আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রম নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন। যতদিন প্রয়োজন হবে ততদিন তারা মানুষের সেবা দিয়ে যাবেন।’
তিনি বলেন, ‘আমরা খবর পাচ্ছিলাম ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে, তবে এত তড়িৎ গতিতে যে পানি বেড়ে যাবে, এটা আমাদের অভিজ্ঞতায় ছিল না। আসলেই এটি স্মরণকালের ভয়াবহ বন্যা।
‘সুনামগঞ্জের হাওর এলাকায় বন্যা মোকাবিলায় প্রত্যেক থানায় ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোটের ব্যবস্থা করা হবে। সুনামগঞ্জে ফায়ার সার্ভিসের ডুুবুরি বাড়ানোর যে প্রস্তাব দেয়া হয়েছে, তা আমরা করে দেব। বর্ষা মৌসুমে এখানে ডুবুরি দল বাড়িয়ে দেয়া হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও পীর ফজলুর রহমান মিসবাহ।