পদ্মা সেতু নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ বছর বয়সী আবুল কালাম আজাদ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইনে পরিবেশিত খবরে বলা হয়, পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে আজাদ কটূক্তি করেন। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে সোমবার তার মোবাইল ফোন যাচাই করে ঘটনার সত্যতা মেল। এরপর তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসপি আরও জানান, আপাতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।