চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আবদুস সালাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ৪৩ বছর বয়সী আবদুস সালাম নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুনে নিজ বাসায় কেউ না থাকার সুযোগে প্রতিবেশীর ৬ বছরের শিশুকে ডেকে ধর্ষণ করেন সালাম। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনায় পতেঙ্গা থানায় শিশুর বাবা করা মামলায় সালামকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনজীবী আরিফুল বলেন, ‘এই মামলায় বিচার শুরুর পর ৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়। রায়ে সালামের যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড হয়। দণ্ডের অর্থ অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।