মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল ফের বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, পদ্মা নদীর তীব্র স্রোত এবং বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় সোমবার রাত পৌনে ৮টা থেকে এই রুটে ফেরি বন্ধ করা হচ্ছে।
এর আগে একই কারণে রোববার রাত পৌনে ১০টায় আকস্মিক এ রুটে ফেরি বন্ধ করা হয়। সোমবার সকালে ফের তা চালু হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ‘পদ্মার তীব্র স্রোত ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়ানোর জন্য রাতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘাট এলাকায় অল্পসংখ্যক গাড়ি রয়েছে। আগামীকাল সকালে আলো দেখা না পর্যন্ত ফেরিতে কোনো ধরনের যানবাহন ওঠানো হবে না।’
ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সর্বশেষ বেগম রোকেয়া নামের ফেরিটি যানবাহন নিয়ে ছেড়ে গেছে।