বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি বন্ধ, পারাপার ট্রলারে

  •    
  • ১৯ জুন, ২০২২ ১৬:০৯

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস জানান, নতুন স্থানে ফেরিঘাট স্থাপনের কাজ চলছে। দ্রুত সময়ে ফেরি চলাচল শুরু হবে।

পদ্মা নদীতে পানি বাড়ার কারণে রাজবাড়ীর জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পার হচ্ছেন ট্রলারে।

গত বৃহস্পতিবার নদীতে পানি বাড়ায় ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে ওইদিন সকাল থেকেই এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

রোববার ঘাট কর্তৃপক্ষ জানায়, নতুন সংযোগ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ঘাটও নতুন স্থানে নিয়ে মেরামত করা হচ্ছে। দ্রুত ঘাট চালু করার কাজ অব্যাহত রয়েছে।

ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, বরিশালসহ বিভিন্ন জেলার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্রায় দেড় শ কিলোমিটার পথ ঘুরে চলতে হচ্ছে এ রুটের যানবাহনগুলোকে।

রোববার রাজবাড়ীর জৌকুড়া ঘাটে গিয়ে দেখা যায়, পানি বাড়ার কারণে ঘাট নতুন স্থানে স্থাপন করা হচ্ছে। এ জন্য নির্মাণ করা হচ্ছে নতুন সংযোগ সড়ক। সংযোগ সড়কের কাজ অর্ধেকের বেশি ইতোমধ্যে শেষ। রাজবাড়ী থেকে অনেক যাত্রী পাবনা যাচ্ছেন। তারা ইঞ্জিনচালিত ট্রলারে পার হচ্ছেন।

রাজবাড়ী থেকে পাবনাগামী যাত্রী জামিয়ুল ইসলাম জসিম বলেন, ‘কয়েক দিন হলো ফেরি বন্ধ, এখনো চালু হয়নি। আমি জরুরি প্রয়োজনে পাবনা যাচ্ছি। এখন ট্রলারে পার হতে হচ্ছে। এই রুটে প্রায় সময়ই ফেরি বন্ধ থাকে।’

আনিস সরদার নামে এক ব্যক্তি বলেন, ‘আমি নিয়মিত এই রুট ব্যবহার করে পাবনার নাজিরগঞ্জ যাই। এখন ফেরি বন্ধ রয়েছে। এদিকে নদীতেও পানি বাড়ছে, স্রোত বেশি। এ মুহূর্তে ঝুঁকি নিয়েই সবাই ট্রলার দিয়ে নদী পার হচ্ছেন।’

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস জানান, নতুন স্থানে ফেরিঘাট স্থাপনের কাজ চলছে। দ্রুত সময়ে ফেরি চলাচল শুরু হবে।

এ বিভাগের আরো খবর