গাইবান্ধায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়া গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মারা গেছে গরুটিও।
গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী রহিমা বেগম ও ছেলে রিফাত মিয়া।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘দুপুরে বাড়ির পাশে জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় গরুটি। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে রিফাত নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
‘দেখতে পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রহিমা বেগমও। পরে আশপাশের লোকজন এসে দেখেন তারা মারা গেছেন।’
ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।’