রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর বটতলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম আমির হোসেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টার দিকে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিউজবাংলাকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘কদমতলীর নামা শ্যামপুর বটতলা এলাকার বজলুর গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান আমির হোসেন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আমির হোসেনের স্ত্রী বিউটি বেগম বলেন, নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘আমার স্বামী পেশায় ব্যাটারিচালিত রিকশা চালক। আজ গ্যারেজে রিকশার ব্যাটারিতে চার্জ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।’
তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।