মাগুরার শ্রীপুর উপজেলায় বেধড়ক পিটুনিতে আহত যুবক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বুধবার দুপুরে নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রীপুর উপজেলায় মঙ্গলবার রাতে বেধড়ক মারধরের শিকার হন মো. রাসেলসহ আরও কয়েকজন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছরের রাসেল মারা যান।
কী ঘটেছিল এই প্রশ্নের জবাবে ওসি জানান, বরিশাট গ্রামের এক ছেলের সঙ্গে পাশের ছোনপুরের গ্রামের স্কুলপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বুধবার মেয়েটিকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এই খবর শুনে ছেলেটি তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে মেয়েটির গ্রামে যান। বাড়ি থেকে কিশোরীকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করেন তারা। এ সময় ১০ থেকে ১৫ জনকে ধাওয়া করে বেধড়ক মারধর করে মেয়ে পক্ষের লোকজন ও স্থানীয়রা। এতে গুরুতর আহত হন রাসেলসহ অন্তত ৭ জন।ওসি জানান, আহতদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।