রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৪ জুলাই দিন ঠিক করেছে ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম নতুন দিন ঠিক করেন।
এদিন মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৪ জুলাই দিন ঠিক করেন বিচারক।
গত ৩ এপ্রিল আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন সাত আসামি। বাকি আসামিরা পলাতক।
এ মামলায় গত ২১ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।
২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ওই হামলার পর রমনা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাদী হয়ে মামলা করেন।
বিস্ফোরক আইনে করা মামলায় ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন মামলার অন্যতম আসামি মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে অভিযুক্ত মুফতি আব্দুল হান্নানের ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে ফাঁসি কার্যকর হয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে কারাগারে রয়েছেন মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হাই, আবু বকর আব্দুল হান্নান, আবু তাহের, শেখ ফরিদ, আরিফ হোসেন, আব্দুর রউফ, ইয়াহিয়া, শাহাদাত হোসেন ও সাব্বির।