নারায়ণগঞ্জের সোনারগাঁয় আগুনে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫টি আধাপাকা দোকান পুড়ে যাওয়ার তথ্য মিলেছে।
বারদী বাজার এলাকায় বুধবার মধ্যরাতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘সোনারগাঁ ফায়ার স্টেশনের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।’
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে আধাপাকা দোকানগুলোতে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের পাশে থাকা স্থানীয় বিএনপির পরিত্যক্ত কার্যালয়টিও পুড়ে গেছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার থেকে বারদী আশ্রমে উৎসব শুরু হওয়ার কথা। তাই মেলা উপলক্ষে বাহারি পণ্য তৈরি করে তা মজুত রেখেছিল দোকানিরা। কিন্তু মধ্যরাতে দোকানগুলোতে হঠাৎ আগুন লেগে সব পুড়ে গেছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘বারদী বাজারে আমাদের ইউনিয়ন বিএনপির অফিস আগুনে পুড়ে গেছে। এ ছাড়া কার্যালয়ের পাশে আমাদের এক নেতার দোকানসহ আরও কয়েকটি দোকানও পুড়েছে।’