বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম আপতত কমছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘দাম কমার কোনো সুখবর এই মুহূর্তে নেই। অস্থিতিশীল নিত্যপণ্যের বাজারে প্রান্তিক মানুষের কথা চিন্তা করে চলতি মাসেই সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাঁচ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেবে।’
রংপুরের পর্যটন মোটেলে এক কর্মশালায় অংশ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে বুধবার দুপুরে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দেশে অস্বাভাবিকভাবে ডলারের দাম বৃদ্ধি, তেলসহ অন্য পণ্য আমদানিতে পরিবহন খরচ বাড়ায় সব পণ্যর দাম ঊর্ধ্বমুখী।’
যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হওয়ার আশা করেন তিনি।
তিনি বলেন, ‘ডলারের প্রাইজটা বেড়ে গেছে, সেটা কমাতে হবে। সেটার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন স্টেপ নিয়েছে। আমরা অনেকগুলো বৈশ্বিক কারণের শিকার।
‘একটা সুখবর আছে, সেটা হলো এক কোটি মানুষকে আমরা সাশ্রয়ী মূল্যে চাল দেব, সেটা কন্টিনিউ করব। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা যেন কন্টিনিউ করা হয়।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। এতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসানসহ অনেকে।