বগুড়ার গাবতলীতে বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় করা মামলায় তিন জন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার সোমবার রাতে বাদী হয়ে মামলার পর তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারায় ইউনিয়নের দক্ষিণপাড়ার বাবু মিয়া, গাবতলী পূর্বপাড়ার হাজিবুল্লাহ ও আবু জাফর। তারা তিন জনেই উপজেলা বিএনপির সমর্থক।
মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাক এনামুল হক নতুন ও গাবতলীর পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ থেকে ৪০০ জনকে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তিনি জানান, আওয়ামী লীগ নেতার মামলার পর তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যা আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রোববার গাবতলীতে উপজেলায় আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসূচি দেয়। এদিন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।