ডিসি অফিসের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ডিসি অফিসে সবার মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ডিসি অফিসে আগুন লাগে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিসি অফিসের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম।তিনি নিউজবাংলাকে বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ডিসি অফিসে সবার মধ্যে আতঙ্ক ছড়ায়। ‘পরে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসেরও একটি ইউনিটও এসেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আপাতত বিদ্যুত সরবরাহ বন্ধ আছে।’