বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবকের ‘রডের আঘাতে’ প্রাণ গেল বাবার  

  •    
  • ৩০ মে, ২০২২ ১২:৪৪

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’ 

মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবকের বিরুদ্ধে বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যুবকের মা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে রোববার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে যুবক জহির মিয়া পলাতক রয়েছেন। বাবা আব্দুল গফুরের বয়স ৬০ বছর।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রোববার রাতে আব্দুল গফুরের সঙ্গে ছেলে জহির মিয়ার কথা-কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে জহির মিয়া রড দিয়ে আব্দুল গফুরকে সজোরে আঘাত করে। এতে আব্দুল গফুরের মাথা ফেটে যায়। মা হাসতন নেছা এগিয়ে এলে তাকেও আঘাত করেন জহির। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নেয়া পরামর্শ দেন। ওই হাসপাতালে নেয়ার পথে গফুর মারা যান। হাসতন নেছাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর