জয়পুরহাটের কালাইয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উপজেলার উদয়পুর ইউনিয়নের দুদাইল নোয়াপাড়া এলাকায় শুক্রবার রাত ২টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে বাড়ি থেকেই স্বামী মোজাম্মেল হোসেনকে আটক করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দীন নিউজবাংলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ৫২ বছরের মোজাম্মেলের বাড়ি নোয়াপাড়া গ্রামে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘রাতে মোজাম্মেলের স্ত্রী শিপন বেগম তার নিজ ঘরে এবং তিন সন্তান আলাদা ঘরে ঘুমান। রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ঘুমন্ত অবস্থায় শিপনের গলা কেটে ফেলা হয়।
‘ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন মোজাম্মেল স্ত্রী শিপনের গলায় কাপড় দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করছেন। খবর পেয়ে শিপনের মরদেহ সকালে উদ্ধার করা হয়।’
নিহতের স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’