খুলনার রূপসায় বাবার সঙ্গে ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু হয়েছে।
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা পূর্বপাড়া গ্রামে বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১৯ বছর বয়সী নিহত আশিক ইসলাম ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘আশিক ও তার বাবা বাড়ির পুকুর থেকে পাম্প মেশিনের মাধ্যমে ক্ষেতে সেচ দিচ্ছিলেন। ওই সময় আশিক অসাবধানবশত বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারান।
‘পরে পরিবারের সদস্যরা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’