বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানকে নগদ অর্থসহায়তা দিচ্ছে বাংলাদেশ

  •    
  • ২২ মে, ২০২২ ১৯:৩৮

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে ‘ইউএনওসিএইচএ’ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে এই টাকা জমা দেবে। যা আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ ১ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ।

দেশটিতে বিরাজমান তীব্র খাদ্য ও অন্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দ্যা কো-অর্ডিনেশন অফ হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ)-এর তহবিলে এই টাকা দেয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে রোববার মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও জরুরি নির্দেশনায় এই সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাংলাদেশ সরকারের পক্ষে ‘ইউএনওসিএইচএ’ আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে এই টাকা জমা দেবে। যা আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।

এ অনুদান প্রধানমন্ত্রী অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সরকারের পক্ষ থেকে অনুদান দেয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর