বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবলীগ নেতার বিরুদ্ধে ‘নিপীড়িতদের’ বিক্ষোভ

  •    
  • ২২ মে, ২০২২ ১৪:৪৬

শামীম হোসেন বলেন, ‘শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। আমির আর ওর চাচা নুর হোসেন এলাকায় ছেলে-মেয়ের কোনো বিয়েশাদি হলেও আইসা ট্যাকা চায়। যার কাছে যেমন পায় ট্যাকা নেয়। না দিলে বিয়েতে আইসা গ্যাঞ্জাম করে।’

ঢাকার সাভারে চাঁদাবাজি, মারধর, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে যুবলীগের এক নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাজারসহ বিভিন্ন সড়কে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করেন গ্রামের নারী, পুরুষ, বয়োবৃদ্ধসহ শিক্ষার্থীরা। ঝাড়ু ও ফেস্টুন হাতে যুবলীগ নেতার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

বিক্ষোভে অংশ নেয়া বাসিন্দা শামীম হোসেন বলেন, ‘শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়ের অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। আমির আর ওর চাচা নুর হোসেন এলাকায় ছেলে-মেয়ের কোনো বিয়েশাদি হলেও আইসা ট্যাকা চায়। যার কাছে যেমন পায় ট্যাকা নেয়। না দিলে বিয়েতে আইসা গ্যাঞ্জাম করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী বলেন, ‘এলাকায় বিয়ে বাড়ি থেকে জমিজমাসংক্রান্ত সব বিষয়ে জয় ও তার স্বজনদেন চাঁদা দিতে হয়। অটোরিকশা প্রতি ৫০০ টাকা চাঁদা নেয় তারা। না দিলে অটোরিকশা চলতে দেয় না, মারধর করে। কেউ থানায় অভিযোগ দিতে গেলে উল্টো প্রভাব খাটিয়ে তাদেরই নামে মামলা দেয় জয়।’

শিমুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, ‘যুবলীগের নাম ভাঙিয়ে জয় এলাকার মানুষকে ভয় দেখায়। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এলাকার মানুষরে জিম্মি করে রাখছে। আজকে মানববন্ধনে পুরো গ্রামবাসী এসেছে প্রতিবাদ জানাতে।আরও পড়ুন: যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

‘তাদের অত্যাচারে জর্জরিত হয়ে সবাই আজ পথে নামছে। এলাকায় জমি চাষ দিতে গেলেও তাদের ট্রাক্টর না নিলে অত্যাচার চালায়। জোর করে জয়ের চাচার রড-সিমেন্টের দোকান থেকে বাড়ি তৈরির সামগ্রী নিতে হয়। না নিলেই মারধর করে অত্যাচার চালায়। কোনো সালিশ হলেই তারা উভয় পক্ষের কাছ থেকেই টাকা হাতিয়ে নেয়।’

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ বলেন, ‘যুবলীগ নেতা জয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার চাঁদাবাজি ও মারধরের আতঙ্কে সবাই। আমার ছেলের নামেও মামলা করে হয়রানি করছে সে। অথচ আমি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সব নির্বাচন কমিটির প্রধান থাকি। মূলত জয়সহ এলাকার কিছু লোক আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে।’

এ বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয় বলেন, ‘তিন মাস আগে রণস্থল এলাকায় একটা ঘটনা ঘটেছিল। যেখানে আমার মা-বাবাকে মেরে আহত করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত চারজন হাজতে আছে। আজ সেই আসামিদের পরিবারের লোকজন ও শিক্ষার্থীরা এসে মানববন্ধন করেছে। অনেক আওয়ামী লীগপন্থিও আছে। এটার কারণ আমি নিজেও জানি না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনের কাছেই গেছি। আইন তার নিজের গতিতেই চলবে। কিন্তু নতুন করে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না।’

এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার নিউজবাংলাকে বলেন, ‘যেই হোক না কেন অন্যায় করলে শাস্তি পেতে হবে। তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর