কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে লাইনে পড়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা রেল বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমডাঙ্গা-হালসা লাইনের ওপর থেকে শনিবার বেলা ১১টার দিকে গাছ অপসারণ করা হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে গাছ ভেঙে লাইনে পড়ে।
আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার ভোরে হঠাৎ আলমডাঙ্গায় ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
‘সে সময় আলমডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস ও কিছু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে সাগরদাঁড়ি এক্সপ্রেস। গাছ সরানোর পর এগুলো নিজ নিজ গন্তব্যের দিকে ছেড়ে গেছে।’