বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে অভিযান, সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন জব্দ

  •    
  • ২০ মে, ২০২২ ০৮:১৯

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী সুমন রায় ও তার সহযোগীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাঝরাতে পাচারকালে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাল মিয়া বাজারে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, লাল মিয়া বাজার থেকে মজুতকৃত সয়াবিন তেল পাচার করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাজারের ব্যবসায়ী সুমন রায়ের গুদাম থেকে সয়াবিন তেল ট্রাকে লোড করার সময় হাতেনাতে ধরা হয়।

পরে গোডাউন থেকে ৫ লিটারের ৬৬৫টি বোতল এবং ১ লিটারের ১২৪৮টি বোতল জব্দ করা হয়। পরে সেগুলো ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।তিনি বলেন, ‘ব্যবসায়ী সুমন রায় ও তার এক সহযোগীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ বিভাগের আরো খবর