বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি ফখরুলের

  •    
  • ১৫ মে, ২০২২ ২০:১৬

ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন, এ রকম কতজন পিকে হালদার আছে, আর এ রকম কতজন মানুষ আছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে।’

বিদেশে অর্থ পাচারকারীসহ তাদের মদতদাতাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার এক অনুষ্ঠানে দলের মহাসচিব এই দাবি জানান। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সম্মানে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন, এ রকম কতজন পিকে হালদার আছে, আর এ রকম কতজন মানুষ আছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে।

‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা জানতে চাই যে এই ধরনের (পিকে হালদারের মতো) হাজার হাজার কোটি টাকা কত পাচার হয়েছে। এক দিনে তো পাচার হয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কীভাবে, কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদত দিয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরার জন্য আমরা আজকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

‘দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি করে অর্থ পাচার করা হচ্ছে তা অবশ্যই তদন্ত করে বের করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে নিশ্চয়ই খবরের কাগজ খুলে দেখেছেন যে একজন পিকে হালদার যিনি হাজার হাজার কোটি টাকা ‍বিদেশে পাচার করেছেন। তাকে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা।

‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজেই বলেছেন, ফরিদপুরের একটা সম্মেলনে যে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন আওয়ামী লীগের লোকেরা তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন।’

এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হলে, সব ধর্মের, মতের, রাজনৈতিক দলের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এদের (সরকার) পরাজিত করতে হবে।

‘আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে, এক জোটে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকার, যারা আমাদের দেশে জোর করে ক্ষমতায় চেপে বসে আছে, তাদের সরিয়ে সত্যিকার অর্থে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ এবং সরকার গঠন করি।’

বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও জিয়া পরিষদের নেতা সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর