বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিজিটাল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ২৭ বিশ্ববিদ্যালয়, হিট প্রকল্পে চুক্তি সই

  • সাকিব আসলাম, ইবি, কুষ্টিয়া   
  • ২১ আগস্ট, ২০২৫ ২০:৩৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ৪০০০ কোটি টাকার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

গতকাল বুধবার মহাখালীর ব্র্যাক নেট কার্যালয়ে “সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিক নেটওয়ার্ক উপকরণ ও ওয়াই-ফাই অবকাঠামো স্থাপন” প্রকল্পের আওতায় সই করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ প্রাথমিকভাবে মোট ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নত ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউড-ভিত্তিক ওয়াইফাই সুবিধা স্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রকল্পের আওতাধীন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

চুক্তির সময় হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ব্র্যাকনেট লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনস মো. মুকাররাম হুসাইন এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মুকাররাম হুসাইন জানান, ‘ব্র্যাকনেট বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট ক্যাম্পাস’সহ একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায়, হিট প্রকল্পের মাধ্যমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা আমাদের জন্য সম্মানের।নির্দেশনা পেলে যেকোনো সময় কাজ শুরু করে দিব।’

প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘এই চুক্তি বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের মান সমুন্নত রাখতে সক্ষম হবে। ব্র্যাকনেট কোম্পানি থেকে আমরা কিছু ইকুয়েপমেন্ট নিব। পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকবে না।’

কতদিনের মধ্যে কার্যক্রম শুরু হতে পারে; জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করে নিব। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। তবে কম-বেশি হতে পারে।’

এ বিভাগের আরো খবর