বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহেশপুরে ‘গণকবরের’ সন্ধান

  •    
  • ১৫ মে, ২০২২ ১৭:২২

মহেশপুরের পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী আব্দুস সাত্তার বলেন, ‘কপোতাক্ষ নদী খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মাখার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। মুক্তিযুদ্ধকালীন পাকসেনারা বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে হত্যা করত। পরে তাদের গণকবর দিত। এটি তার মধ্যে একটি।’

ঝিনাইদহের মহেশপুরে গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।

মহেশপুরের পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী আব্দুস সাত্তার বলেন, ‘কপোতাক্ষ নদী খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো সেখানে রেখে দেন। মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে হত্যা করত। পরে তাদের গণকবর দিত। এটি তার মধ্যে একটি।’

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘বৃষ্টি হওয়ার পর হাড়গুলো বের হয়ে আসে। নদী খনন করার পর সেগুলো পাওয়া গেছে। কয়েকজন ছেলে গোসল করতে গিয়ে হাড় ও খুলি দেখতে পায়। সেগুলো গুছিয়ে রাখা হয়েছে।’এ ব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধকালীনের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করব।’

এ বিভাগের আরো খবর