বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নিষিদ্ধ প্রেম’ এক দশক পর শেষ হলো মৃত্যুতে

  •    
  • ১৫ মে, ২০২২ ১১:১৪

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ বলেন, ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা প্রেমিক-প্রেমিকা দুজনের পাকস্থলীই ওয়াশ করা হয়েছিল। মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ছেলেটির অবস্থাও খুব বেশি ভালো নয়।’

বিষ খেয়ে হাসপাতালে ভর্তি সেই বিবাহিত তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার প্রেমিকের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মেয়েটির মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা প্রেমিক-প্রেমিকা দুজনের পাকস্থলীই ওয়াশ করা হয়েছিল। মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ছেলেটির অবস্থাও খুব বেশি ভালো নয়।’

স্থানীয়রা জানান, স্কুলে পড়ার সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মসজিদপাড়ার এক কিশোরের সঙ্গে একই গ্রামের পশ্চিমপাড়ার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে কিশোরীর পরিবার ২০১২ সালের দিকে গাংনী উপজেলার জালশুকা গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে দেয়।

তাদের একটি ৯ বছর বয়সী ছেলেসন্তান আছে। বিয়ের পর একসময় কিশোরীর স্বামী কাতারে চলে যান। এরপর থেকে মেয়েটি বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। তবে প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি।

মেয়েটির পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক সদস্য জানান, দুজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মেয়েটিকে সাবধান করা হয়। তবুও তিনি কথা শোনেননি। এটা নিয়ে বকাবকি করা হলে শনিবার সকালে বিষ খান মেয়েটি।

ছেলেটির পরিবারের সদস্যরা জানান, তাকে বারবার নিষেধ করা হলেও মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি। শনিবার সকালে মেয়েটির বিষ খাওয়ার খবর পেলে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার পর দুজনকেই নেয়া হয় সদর হাসপাতালে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর