দুর্নীতির মামলায় বিএনপির সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী বুধবার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে আগামী ১৯ মে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার তারিখ ধার্য করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। একই সঙ্গে নূর আফরোজ বেগম জ্যোতি ২৮ লাখ টাকার তথ্য গোপন করেছিলেন।
‘এ বিষয়টি অনুসন্ধানে দুদক তার বিরুদ্ধে প্রায় এক যুগ আগে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে। বুধবার মামলার যুক্তিতর্ক শুনানি ছিল। ওই সময় নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন।
‘আদালত সময় আবদেন প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে এ মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৯ মে ধার্য করে।’
নূর আফরোজ বেগম জ্যোতি বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি ছিলেন।