রাজধানীর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে বেড়িবাঁধের সাদেক খান কৃষি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম মো. আতিকুল্লাহ। এ সময় আহত হয়েছেন মো. রুমি ও মো. নয়ন নামে আরও দুজন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতব্বর নিউজবাংলাকে বলেন, ‘সেকশন থেকে লেগুনাটি পাঁচ-ছয়জন যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিল। সাভার থেকে ইটবাহী ট্রাক সাদেক খান পেট্রল পাম্পের কাছে আসছিল।
‘ট্রাকটির সঙ্গে সাদেক খান কৃষি মার্কেটে লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।'
তিনি বলেন, ‘স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন মারা যান। একজন চিকিৎসাধীন। আরেকজন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এসআই লিটন বলেন, ‘এখন পর্যন্ত এসব তথ্যই পেয়েছি। আমাদের টহল দল আশপাশের হাসপাতালে খুঁজছে, কেউ আছে কি না।’
নিহত ব্যক্তি লেগুনাচালক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো এখনই নিশ্চিত করা যাচ্ছে না। শুধু নামগুলো পেয়েছি। এ ঘটনায় ট্রাক জব্দ আছে। কিন্তু চালক পলাতক।’