লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেমের উদ্যোগে এবং এলসিআইএফ ইমার্জেন্সি গ্র্যান্টের সহায়তায় ফেনী জেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় ফেনী চাড়িপুর বিসিক শিল্প নগরী এলাকা এবং সাড়ে ১২টায় উত্তর সহদেবপুর খায়রুল ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে ১২ শত ৫০ জন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল ও ওষুধপত্রসহ জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ. কে. এম. গোলাম ফারুক। এছাড়া লায়ন্স জেলা ৩১৫ এ১-এর ডিস্ট্রিক্ট এলসিআইএফ কোঅর্ডিনেটর আনিসুর রহমান পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার মো. সাইদুর রহমান খান পিএমজেএফ, ডিস্ট্রিক্ট জিএসটি কোঅর্ডিনেটর মো. রমজান খান এমজেএফ, ডিস্ট্রিক্ট জিএমটি কোঅর্ডিনেটর মো. মোরসালিন খান, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, ডিস্ট্রিক্ট গভর্নরের প্রোটোকল কামার উদ্দিন আহমেদ এমজেএফ, আরসি (এইচকিউ)-প্রজেক্ট মো. ইউসুফ আলী খান এমজেএফ, আরসি (এইচকিউ)-লিগ্যাল অ্যাফেয়ার্স কানু বিশ্বাস দুলাল এবং ফেনী অঞ্চলের বিশিষ্ট লায়ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলালসহ নেতারা এবং লিও নেতারা উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
লায়ন নেতারা জানিয়েছেন, মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনাল সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। দ্রুততম সময়ে সহায়তা প্রদান ও বিপর্যস্ত মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা লায়নদের অঙ্গীকার।