নওগাঁর নিয়ামতপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুপনারায়ণপুর মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই দুই মোটরসাইকেলে থাকা ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক।
আহতদের মধ্যে একটি মোটরসাইকলে ছিলেন তেঘরিয়া গ্রামের প্রয়াত আকবর আলীর ছেলে ৪৫ বছরের সাইফুল্লাহ খালিদ ও তার বড় ভাই বুলবুলের মেয়ে ১৮ বছরের কাবেরী খাতুন, আল হেলালের ২০ বছরের মেয়ে তহুরা খাতুন। অন্য মোটরসাইকেলে ছিলেন সিনোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ২০ বছরের সজীব এবং একই গ্রামের তহিদুল ইসলামের ছেলে ১৮ বছরের হৃদয়।
এদের মধ্যে তহুরা ছাড়া বাকি সবার অবস্থাই গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২৮ বছরের আকাশ হোসেন ও ২৩ বছরের ভ্যানচালক রুবেল হোসেন নামে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিয়মাতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত প্রামাণিক বলেন, ‘দুটি সড়ক দুর্ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি আছেন।’
চিকিৎসক জানান, আহতরা হাত, পা ও মাথায় মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, দ্রুত গতিতে বাইক চালানোর কারণে অসাবধানবশত এমনটা ঘটেছে। এ ছাড়া বাইকে দুইজনের বেশি ওঠা ও গতি নিয়ন্ত্রণ না করাও একটি কারণ।’
ওসি জানান, আহত কারো পরিবার থেকেই থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।