বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

  •    
  • ৩০ এপ্রিল, ২০২২ ১৪:২৯

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘বছর খানেক আগে একটি ঠিকাদারি কাজ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই মাসুম শেখকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গোপালগঞ্জে এক উপজেলা ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এসময় সড়কের উভয় পাশে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীরা।

পরে পুলিশ এসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ গত বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার হরিদাসপুর নতুন বিসিক এলাকায় এলে একদল দুর্বৃত্ত তাকে বাস থেকে নামিয়ে মারধর করা হয় তাকে।

এ ঘটনায় ভুক্তভোগী মাসুম শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায় চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬/৭ জনকে আসামি করে মামলা করেন।

অবরোধ চলাকালিন সময়ে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান প্রমূখ নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

আজাদ হোসেন ছাড়াও এসময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘বছর খানেক আগে একটি ঠিকাদারি কাজ নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই মাসুম শেখকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর