হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কিছুদিন আগে মনতৈল গ্রামের ছক্কাই মিয়ার কয়েকটি হাঁস একই গ্রামের সুমন মিয়ার পুকুরে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।
বিকেলে সুমন মিয়া বাড়ি থেকে টমটম ইজিবাইকে বুল্লা বাজারে যাচ্ছিলেন। ওই ইজিবাইকে বসা ছিলেন ছক্কাই মিয়া। পুকুরে হাঁস যাওয়া নিয়ে এ সময় দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।