বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খুলল দুই ওভারপাস

  •    
  • ২৫ এপ্রিল, ২০২২ ২০:৪২

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারটি প্যাকেজে কাজ চলছে। জয়দেবপুরের ভোগড়া মোড় থেকে কালিয়াকৈরের হাইটেক পার্ক পর্যন্ত ১ নম্বর প্যাকেজের অধীনে নাওজোর ও সফিপুর ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

ঈদে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে খুলে দেয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর নবনির্মিত নাওজোর ও সফিপুর ওভারপাস।

সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর নির্মিত ওভারপাস দুটি খুলে দেয়া হয়।

দেশের উত্তরাঞ্চলের ২৩টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। যানজটে পড়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।

ওভারপাস খুলে দেয়ায় অন্য বছরের তুলনায় এবার ঈদের ঘরমুখো মানুষের যাতায়াত অনেকটা স্বস্থিদায়ক হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গগামী গাড়ির চালক ও যাত্রীরা।

ফ্লাইওভারের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপ-ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘ঈদে ঘরেফেরা মানুষের যেন ভোগান্তি না হয় এ জন্য যানবাহন চলাচলের জন্য ওভারপাস দুটি খুলে দেয়া হয়েছে। এখন আর যানজটে ভোগান্তি পোহাতে হবে না।’

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারটি প্যাকেজে কাজ চলছে। জয়দেবপুরের ভোগড়া মোড় থেকে কালিয়াকৈরের হাইটেক পার্ক পর্যন্ত ১ নম্বর প্যাকেজের অধীনে নাওজোর ও সফিপুর ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

১ নম্বর প্যাকেজের প্রজেক্ট ম্যানেজার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ‘এবার গত দুই বছরের তুলনায় বেশি মানুষ ঢাকার বাইরে ঈদ করতে যাবে। তাই প্রত্যেকটা মহাসড়ক যানজটমুক্ত রাখতে নির্দেশনা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী। সে মোতাবেক মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ও সাসেক’র প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমিয়ে আনতে পরিকল্পনা করেন। সে প্রেক্ষিতে আমাদের সাসেক সড়ক সংযোগ প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে।’

তিনি জানান, মহাসড়কে ১ নম্বর প্যাকেজের অধীনে সফিপুর ও নাওজোর এলাকায় দুটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান ছিল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দৈর্ঘ্য নাওজোর ফ্লাইওভার ও ২০১৯ সালের জুন মাসে ১০৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২৬২ মিটার দৈর্ঘ্য সফিপুর ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। ফ্লাইওভার দুটি ৯৮ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। রেলিংয়ের কিছু কাজ বাকি আছে এখনও।

তিনি বলেন,’ ঈদে ঘরমুখি মানুষের ভোগান্তি কমানোর জন্য ওই ওভারপাস যান চলাচলের জন্য সোমবার দুপুর থেকে খুলে দেয়া হয়েছে। যেহেতু দুটি ফ্লাইওভারের ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, তাই ঈদের পর ফ্লাইওভারটি আর বন্ধ করার প্রয়োজন হবে না। যতটুকু কাজ বাকী আছে স্বল্প সময়ের জন্য এক লেন বন্ধ করেই আমরা শেষ করতে পারব।’

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার দুটি খুলে দেয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাত্রা নির্বিঘ্ন হবে। আমরাও মহাসড়কে যান চলাচলা নির্বিঘ্ন রাখতে নজরদারি বাড়িয়েছি।’

এ বিভাগের আরো খবর