দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্য দেখা দিয়েছে চাঙাভাব। পদ পেতে চলছে শেষ মুহূর্তের লবিং-গ্রুপিং।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত পদে ১৬ প্রার্থীর কাছে সাড়ে ১১ লাখ টাকার ফরম বিক্রি হয়েছে।
শনিবার দুুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। এ সময়ে সাতটি পদে ১৬ প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
১৪ মে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে সাত পদে নেতা নির্বাচনের ঘোষণা রয়েছে।
কাউন্সিলের নির্বাচন কমিশন জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরমের দাম এক লাখ টাকা করে নির্ধারণ করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫০ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদকের দুই পদে ৫০ হাজার টাকা করে মনোনয়নপত্রের দাম নির্ধারণ হয়েছে।
সভাপতি পদে প্রার্থী চার জন মনোনয়ন নিয়েছেন, তারা হলেন- আব্দুল হালিম, মোফাজ্জল হোসেন দুলাল, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও হাফিজুর রহমান সরকার।
সিনিয়র সহ-সভাপতি দুই প্রার্থী হলেন- খালেকুজ্জামান বাবু ও মোকাররম হোসেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন আখতারুজ্জমান জুয়েল ও বখতিয়ার আহমেদ কচি।
যুগ্ম সম্পাদক পদ তিন প্রার্থী হলেন, শাহিন খান, মোস্তফা কামাল মিলন ও মুরাদ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জন হলেন, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, জাহাঙ্গীর আলম, সোহেল নিশাত ও হাসনা হেনা হিরা।
জেলা বিএনপির কাউন্সিলে ১৩ উপজেলা ও ৯ পৌরসভার ২২ ইউনিটের মধ্যে দুইটি ইউনিট ছাড়া ২০ ইউনিটের ১ হাজার ৯০০ কাউন্সিলর। এদিন তারাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের কথা রয়েছে।
জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আনিসুর রহমান চৌধুরী জানান, রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এতে কাউন্সিলরের সংখ্যা কিছু বাড়তে পারে।
সম্মেলনে ভোট পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার আশফাক আহম্মদ। অন্য কমিশনাররা হলেন শামিম বিন গোলাম পার্ল ও ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু।
২০১০ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর বিএনপির সবশেষ কাউন্সিল হয়। ২০১৬ সালের আগস্টে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটি এতদিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালনা করেছে।