বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ১০:৩৫

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে কাগমারী গ্রামের মগর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাই আরব আলীর কলহ চলছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আরবের ছেলে মো. হারুন ও নাতি মো. সোহেল মগরকে হুমকি-ধমকি দেন। মগরও পাল্টা গালিগালাজ করেন। এ সময় হারুন ও সোহেল ছুরি দিয়ে মগরের পেটে ও বুকে আঘাত করেন।

বেনাপোলে জমি নিয়ে কলহের জেরে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

বেনাপোলের কাগমারী গ্রাম থেকে শনিবার রাত ৯টার দিকে শামসুল নামের একজনকে আটক করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে কাগমারী গ্রামের মগর আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাই আরব আলীর কলহ চলছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মগর বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। আরবের ছেলে মো. হারুন ও নাতি মো. সোহেল সেখানে গিয়ে মগরকে হুমকি-ধমকি দেন। মগরও পাল্টা গালিগালাজ করেন।

এ সময় হারুন ও সোহেল ছুরি দিয়ে মগরের পেটে ও বুকে আঘাত করেন। চিৎকার শুনে মগরের ছেলে ও নাতি ছুটে এলে তাদের পিটিয়ে আহত করা হয়।

স্থানীয়রা তাদের যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মগরকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শামসুল নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর