কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মাদ্রাসাশিক্ষক হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক পার্থ ভদ্র শনিবার দুপুরে জাহিদুল ইসলাম মহসিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোয়ারচর এলাকা থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে মহসিনকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, মহসিন তার মায়ের সঙ্গে মামা আবু রায়হান আফজলের বাড়িতে থাকতেন। আফজল পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। জমি নিয়ে মামা-ভাগ্নের বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে দুই মাস আগেও মহসিন তার মামার ওপর হামলা চালান। এরপর গত বৃহস্পতিবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে মহসিন আফজলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, শুক্রবার রাতে আফজলের স্ত্রী রহিমা খাতুন মহসিনকে প্রধান আসামি করে দুইজনের নামে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার রাতেই মহসিনকে গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
তদন্তের স্বার্থে আরেক আসামির পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান ওসি সুমন।