মেহেরপুরে চৈত্রের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। স্বাভাবিকের চেয়ে বেশি গুটি ঝরে যাওয়াসহ হপার পোকার আক্রমণের কারণে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি ও বাগানমালিকরা।
কৃষি বিভাগ বলছে, জেলায় ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, বোম্বায়সহ অন্যান্য জাতের ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের বাগান আছে। স্বাভাবিক বৃষ্টিপাত না থাকায় এসব বাগানের মাটি শুকিয়ে যাচ্ছে।
এ অবস্থায় বাগানে হালকা সেচের পাশাপাশি আমের গুটি ঝরা রোধে পরিমিত মাত্রায় বোরন স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
আম চাষি শৈকত নিউজবাংলাকে বলেন, ‘আমগাছে এবার প্রচুর আম ধরেছে। কিন্তু প্রচণ্ড রোদের কারণে ছোট-বড় আম ঝরে পড়ছে। এতে করে ফলনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।’
আব্দুল বাকি জানান, এ বছর আমের মুকুল বেশি আসছিল। কিন্তু পোকা লেগে আমের গুটি না দাঁড়িয়ে শুধু ডান্টি হয়ে আছে। আর অবশিষ্ট যে আম টিকে আছে, তা শুকিয়ে পড়ে যাচ্ছে। এতে এবার আমের ফলন কম হবে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সামসুল আলম নিউজবাংলাকে বলেন, ‘তীব্র তাপের কারণেই আমের গুটি ঝরে যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে। যেসব বাগানে আম ঝরে যাচ্ছে, বিকেলের দিকে পরিমিত মাত্রায় বোরন স্প্রে করলে আম ঝরা রোধ করা যাবে।’