যমুনা নদীতে ইকোনমিক করিডর তৈরির কৌশল নির্ধারণে সেমিনার করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘যমুনা নদীর ইকোনমিক করিডর উন্নয়ন: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও কৌশল প্রণয়ন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির উদ্যোগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) এ সেমিনার হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানিসম্পদ বিশেষজ্ঞ এবং রয়েল মিলিটারি কলেজ, কানাডার অধ্যাপক (সংযুক্ত) ড. এস এম হাবিবুল্লাহ বাহার। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর।
অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার হবে।