বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্ত আকাশ পেল ৪ শকুন

  •    
  • ১০ এপ্রিল, ২০২২ ১৪:০৫

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, শনিবার সন্ধ্যার আগে জেলা ডিবির একটি দল রতনপুর এলাকায় অভিযান চালিয়ে শকুন চারটি উদ্ধার করে। ওই সময় তিনজনকে আটকের পাশাপাশি তাদের থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর এলাকা থেকে চারটি ব্ল্যাক ভালচার উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ভারতে পাচারের চেষ্টাকালে শনিবার সন্ধ্যায় শকুনগুলোকে উদ্ধার করা হয়। রোববার সকাল ১০টার দিকে এগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় তিনজনকে আটকের পর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার।

আটক ব্যক্তিরা হলেন জাকির আলী, আজগর আলী ও মজিবর রহমান।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।

তিনি জানান, শনিবার সন্ধ্যার আগে জেলা ডিবির একটি দল রতনপুর এলাকায় অভিযান চালিয়ে শকুন চারটি উদ্ধার করে। ওই সময় তিনজনকে আটকের পাশাপাশি তাদের থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিভাগের আরো খবর