পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ড্রেজার মেশিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও দুজন।
বিস্ফোরণটি গত শনিবার ঘটলেও বৃহস্পতিবার রাত থেকেই তা বিভিন্ন মহলে জানাজানি হয়। কারণ এদিন রাতেই বিস্ফোরণে আহত হাচান দুয়ারি ও শাকিল নামে দুই শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার সকালে মারা গেছেন মিজান দুয়ারি।
২৩ বছরের হাচান ও ২৬ বছরের মিজান ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার আবুল দুয়ারির ছেলে।
বিস্ফোরণ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদার।
নিহতদের স্বজনের বরাতে চেয়ারম্যান জানান, পাড়েরহাট ইউনিয়নের একটি ড্রেজার মেশিন ঝালকাঠির নদীতে নোঙর করা ছিল। পরে নিযুক্ত কর্মীরা এটির ইঞ্জিন চালু করতেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
পরে আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক দিনের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি এনামুল হক বলেন, ‘পাশের জেলা ঝালকাঠির একটি নদীতে ঘটনাটি ঘটায় তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। আজ (শুক্রবার) বিকেলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। ঘটনার খোঁজখবর নেয়া হচ্ছে।’