রাজধানীতে সময়-সুযোগের অভাবে একসঙ্গে ইফতার করা হয় না বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। প্রভাবশালী বা ধনীদের সঙ্গে বসে গরিবের ইফতারের ঘটনাও খুব একটা চোখে পড়ে না। এ শূন্যতা পূরণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’।
সংগঠনটি ‘সবাই মিলে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করেছে, যার শুরু প্রথম রোজা থেকে। এ আয়োজনে তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন এটিএন নিউজের কর্মীরা।
সবাই মিলে ইফতার আয়োজনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন তারকা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যানন্দের হেড অফ কমিউনিকেশনস সালমান খান ইয়াসিন নিউজবাংলাকে বলেন, ‘ইফতারের সময় ধনী-দরিদ্র সবাইকে এক কাতারে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।’
তিনি জানান, রাজধানীর কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলের সামনে প্রথম রোজা থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে শেষ রোজা পর্যন্ত। প্রতিদিন প্রায় ৫০০ মানুষকে ইফতারের লক্ষ্য বিদ্যানন্দের।
ইফতারে কারা আসেন জানতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠনটির এ কর্মকর্তা বলেন, দুস্থ, এতিম, রিকশাচালক থেকে শুরু করে তারকা, মন্ত্রীরা এ ইফতারে আসেন। গত কয়েক দিন বিদ্যানন্দের নিমন্ত্রণে ইফতারে শামিল হয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় নারী ক্রিকেট দলের কয়েকজন তারকাসহ অনেকে। আয়োজনে আসা অবস্থাসম্পন্নরা চাইলে বাসা থেকে ইফতার নিয়ে এসে দুস্থদের মধ্যে বিতরণ করতে পারেন।
বিদ্যানন্দের ইফতার আয়োজনে রিকশাচালকদের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: সংগৃহীত
এ ধরনের আয়োজন এবারই প্রথম শুরু হয়েছে জানিয়ে ইয়াসিন বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দুই বছর সবাইকে নিয়ে আয়োজন করা সম্ভব ছিল না। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকার কারওয়ান বাজারের পাশাপাশি চট্টগ্রামের সিআরবিতে সবাই মিলে ইফতারের উদ্যোগ নেয়া হয়েছে।
ধনী-গরিবের ইফতারের এ আয়োজন আগামী বছরগুলোতেও হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দের হেড অফ কমিউনিকেশনস।