বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারিবারিক বিরোধে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড

  •    
  • ৬ এপ্রিল, ২০২২ ১৩:২৭

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক বিরোধের জেরে ২০১৮ সালের ১৩ এপ্রিল রাতে স্ত্রী রুবিনা আক্তারকে হত্যা করেন লিটন। এরপর মরদেহ বাড়ির পাশের গাছে ঝুলিয়ে রুবিনা আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের জানান।

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম বুধবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।

দণ্ডিত লিটন হোসেনের বাড়ি কমলনগর উপজেলার উত্তর চরকাদিরা এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক বিরোধের জেরে ২০১৮ সালের ১৩ এপ্রিল রাতে স্ত্রী রুবিনা আক্তারকে হত্যা করেন লিটন। এরপর মরদেহ বাড়ির পাশের গাছে ঝুলিয়ে রুবিনা আত্মহত্যা করেছে বলে স্থানীয়দের জানান।

১৪ এপ্রিল সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই দিনই কমলনগর থানার উপপরিদর্শক মোশারেফ হোসেন এ ঘটনায় অপমৃত্যু মামলা করেন। প্রায় তিন মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, রুবিনাকে হত্যা করা হয়েছিল।

পুলিশ ৮ জুলাই অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। আসামি লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৩১ আগস্ট তাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হয়।

আইনজীবী জসিম বলেন, ‘আদালত রুবিনা হত্যায় ৩০ বছর বয়সী লিটনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তোষ প্রকাশ করেছে।’

এ বিভাগের আরো খবর