কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ কথিত আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধান আবু সিদ্দিককে আটক করেছে আমর্ড পুলিশ।
তার কাছ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইউনিফর্ম জব্দ করা হয়েছে। এই পোশাক পরে এলাকায় অপকর্ম করতেন ৩৬ বছর বয়সী সিদ্দিক।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এসব তথ্য জানান ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক।
সিদ্দিক কুতুপালং ক্যাম্প-২ ইস্ট বি ব্লকের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কথিত আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এপিবিএন কর্মকর্তা নাঈমুল জানান, সোমবার রাতে আবু সিদ্দিকের অবস্থান নিশ্চিত হয়ে তার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় পিস্তল, গুলি, এপিবিএনের পোশাক ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্দিক জানান, তিনি এপিবিএনের ইউনিফর্ম সংগ্রহ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এই ইউনিফর্মে রাতে সাংগঠনিক কাজে সুবিধা পাওয়া যায়। যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন কাজ করে, তাই তাদের পোশাকে পুলিশ পরিচয়ে অপকর্ম করা যায়।
সিদ্দিক আরও জানান, তিনি কথিত আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় এপিবিএনের পোশাক পরা অবস্থায় তাকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দেখা গেছে।
এপিবিএন কর্মকর্তা নাঈমুল জানান, তার বিরুদ্ধে মামলার পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে।