বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গরুর মাংসের রেকর্ড

  •    
  • ৪ এপ্রিল, ২০২২ ২১:৫০

মেহেরপুরের বাণিজ‍্যিক শহর খ্যাত বামন্দী বাজার ঘুরে দেখা যায়, দাম সবচেয়ে বেশি বেড়েছে গরুর মাংসের, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ৫৫০-৫৭৫ টাকার গরুর মাংসের দাম বেড়ে হয়েছে ৭০০ টাকা কেজি।

রমজানে মেহেরপুরের বাজারে সব ধরনের সবজি ও মাংসের দাম বেড়েছে। বেশ কিছু সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা। আর এক কেজি গরুর মাংস রেকর্ড ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষিনির্ভর মেহেরপুরে গরুর মাংস অতীতে কখনই এত চড়া দামে বিক্রি হয়নি বলে জানান ক্রেতারা।

খুচরা বিক্রেতারা বলছেন, ‘সবজিসহ খাদ্যদ্রব্য আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আমরা কম দামে কিনতে পারলেই কমে দামে বিক্রি করতে পারব। তাছাড়া ঢাকার পার্টি এসে বেশি দামে সব সবজি কিনে নিয়ে যাচ্ছে।’

সাধারণ ক্রেতারা বলছেন, প্রশাসন যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাবেই কমতে পারে সবজিসহ অন্য সামগ্রীর দাম। রমজান শুরু হলেই চড়া হতে থাকে সবজির বাজার।

মেহেরপুরের বাণিজ‍্যিক শহর খ্যাত বামন্দী বাজার ঘুরে দেখা যায়,বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে, যা সপ্তাহ খানেক আগে ছিল ৩০-৩৫ টাকা করে। দেশি খিরা প্রতি কেজি ৭৫-৮০ টাকা, আগে ছিল ৪০ টাকা কেজি। পটল প্রতি কেজি ৮০ টাকা, কয়েক দিন আগে ছিল ৫০ টাকা।

২৫-৩০ টাকা কেজির টম্যাটো চলছে ৪৫ টাকায়। দাম সবচেয়ে বেশি বেড়েছে গরুর মাংসের, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ৫৫০-৫৭৫ টাকার গরুর মাংসের দাম বেড়ে হয়েছে ৭০০ টাকা কেজি।

সবজি বিক্রেতা শরীফুল জানান, এ সময় সবজি উৎপাদন তুলনামূলক কম হয়ে থাকে। তাই বাজারে সবজি আমদানি এমনিতেই কম। যা সবজি আসছে, পাইকারদের কাছ থেকে বেশি দামে ঢাকার পার্টিরা কিনে নিয়ে যাচ্ছে।

স্কুলশিক্ষক মাহবুব হক বলেন, ‘কৃষিনির্ভর মেহেরপুরের সবজি স্থানীয় চাহিদা মাটিয়ে রপ্তানি হয়ে থাকে। এখানে সবজি ও গরুর মাংসের এত চড়া দাম মেনে নেয়া যায় না। প্রশাসন কঠোর মনিটরিং করলে বাজার স্বাভাবিক হবে।’

বামন্দী বাজারের কসাই জামিরুল ইসলাম বলেন, ‘রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে যায়। তবে গরুর গোস্তের দাম একটু বেশিই বেড়েছে।’

গরুর ব্যাপারী আহমদ আলী নিউজবাংলাকে বলেন, ‘আমি ত্রিশ বছর ধরে গরুর ব‍্যবসা করছি। কসাইয়ের কাছে বেচতে গেলে ঠিকই কম দামে বেচতে হচ্ছে। কসাই আমাদের কাছ থেকে গরু কেনার সময় ৪৫০-৪৭৫ টাকা দরে কেজি নেন।’

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম জানান, দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম‍্যমাণ টিম মাঠে কাজ করছে।

এ বিভাগের আরো খবর