যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে কমপক্ষে ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বিবিসির খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া রাজ্যের কেন্দ্রস্থল স্যাক্রামেন্টোর রেস্তোরাঁ এবং বার বহুল একটি এলাকায় স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্যাক্রামেন্টোর পুলিশপ্রধান ক্যাথরিন লেস্টার জানিয়েছেন, গোলাগুলির শুরুর মুহূর্তে ওই এলাকায় একটি বড় জমায়েত হয়েছিল। তবে কী উদ্দেশ্যে এই জমায়েত হয়েছিল সেটি স্পষ্ট করে জানা যায়নি।