মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র, নসিমন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ হয়েছে খুলনায়।
খুলনার জিরো পয়েন্ট মোড়ে শনিবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় এলোপাতাড়িভাবে বাস রেখে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক, খুলনা-মোংলা, খুলনা-বাগেরহাটসহ একাধিক রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন জেলা বাস মিনিবাস মাইক্রো মালিক সমিতির সদস্যরা। ফলে জিরো পয়েন্ট এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে মাহিন্দ্র, ইজিবাইক ও নসিমন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে।’
নগরীর হরিণটানা থানার পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাহেন্দ্র, নসিমন, ইজিবাইক চলাচল বন্ধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।