নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৩ বছর বয়সী মোহাম্মদ মুজাহিদ শাহের মৃত্যুর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মুজাহিদের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে মো. আকালু নামের আরেকজন মারা গেছেন। আরও ৭ জন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
মারা যাওয়া মুজাহিদের ভাতিজা মো. ফাহাদ জানান, তার চাচার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার হামিদপুর গ্রামে। তার বাবার নাম শামসুদ্দিন শাহ। তিনি রূপগঞ্জে থাকতেন।
এর আগে ২৯ মার্চ রাতে লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।