বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলায় কৃষক নিহতের ঘটনায় আটক ৩

  •    
  • ৩১ মার্চ, ২০২২ ২১:৫৭

নিহতের চাচাতো ভাই হারুন জানান, বর্তমানে আলুর মৌসুমে এলাকা নিয়ন্ত্রণে নিতে এ হত্যাকাণ্ড চালায় প্রতিপক্ষ। অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড সদস্য মন্টু দেওয়ান বলেন, ‘এ ঘটনা আমার জানা নেই। তারা নিজেরাই হত্যা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

মুন্সীগঞ্জ সদরে হামলায় যুবক নিহতের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

চরকেওয়ার ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন মো. নান্নু, দেলোয়ার হোসেন দেলা ও মো. রাসেল।

মুন্সীগঞ্জ সদর থানার উপপরির্দশক মো. ফরিদউদ্দিন এসব নিশ্চিত করেছেন।

নিহত ৩০ বছরের মো. জুয়েলের বাড়ি চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা ফকিরকান্দি এলাকায়। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন ফকিরের চাচাতো ভাই। এলাকায় তিনি কৃষিকাজ করতেন।

ফকিরকান্দি এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা ফরিদউদ্দিন জানান, জমি থেকে আলু তোলা ও পরিবহন করা নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুনের সঙ্গে ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ানের গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে বুধবার রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভোরে মন্টুর লোকজন হারুনের বাড়িতে হামলা চালায়। তারা জুয়েলকে বের করে বাড়ির পাশের জমিতে নিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করে।

নিহতের চাচাতো ভাই হারুন অভিযোগে জানান, বর্তমানে আলুর মৌসুমে এলাকা নিয়ন্ত্রণে নিতে তারাই এ হত্যাকাণ্ড চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড সদস্য মন্টু দেওয়ান বলেন, ‘আমি ঢাকায় আছি। এ ঘটনা আমার জানা নেই। তারা নিজেরাই হত্যা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

এ বিভাগের আরো খবর