বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে দক্ষিণ কোরিয়া

  •    
  • ৩১ মার্চ, ২০২২ ২০:০১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য ও বায়োটেকনোলজি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থ ও উদ্বেগের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।  

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে সে দেশের প্রথম উপপররাষ্ট্রমন্ত্রী চোই জং কুন তৃতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আলোচনায় দুই দেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে ব্যাপক অংশীদারত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার বিষয়ে সম্মত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য ও বায়োটেকনোলজি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থ ও উদ্বেগের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এলডিসি থেকে স্নাতকসহ বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন দক্ষিণ কোরিয়া প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় কোরিয়া সীমান্ত প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং পরিচ্ছন্নতা শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে সম্মত হয়েছে।

আলোচনায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরো খবর