রাজধানীতে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এ হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বুধবার দুপুরে বিষয়টি জানিয়েছেন, তবে কতজন আসামি গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
তিনি আরও জানান, গ্রেপ্তারের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত রোববার সকালে রাজধানীর কাজীপাড়ায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের হামলায় নিহত হন চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানীর শেওড়াপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
সামি নামে দেড় বছর বয়সী ছেলে ও আয়ন নামে আট বছরের মেয়ে রয়েছে বুলবুলের।
ডা. আহমেদ মাহী বুলবুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সেনাবাহিনীর সদস্য ছিলেন। চাকরি করা অবস্থায় ১৯৯৯ সালে তিনি মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বুলবুল।
১৯৯৭ সালে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকায় চলে যান। তিনি মগবাজারে একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেছিলেন।