বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খোঁজ মিললেও ধোঁয়াশায় সাংবাদিক জাহিদের পরিবার

  •    
  • ২৯ মার্চ, ২০২২ ১৩:২৩

জাহিদের স্ত্রীর বরাতে হাসিব বলেন, ‘গতকাল (সোমবার) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লাস্ট আপডেট যেটা পাওয়া গেছে, ড্রাইভারকে (মোহাম্মদ খালেদ) আগেই ছেড়ে দিছে। আর জাহিদ আঙ্কেল ও তার সঙ্গে থাকা প্রকৌশলী (সাইফুল ইসলাম) লিবিয়ার বর্তমান সরকারের সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে আছে। আজ বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে কোন সময় দেখা করবে সেটা আমরা জানি না।’

লিবিয়ায় গিয়ে নিখোঁজ এনটিভির বিশেষ সংবাদদাতা জাহিদুর রহমানের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার।

জাহিদকে সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের হেফাজতে রেখেছে বলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জানিয়েছে। তবে বিস্তারিত তথ্য না পাওয়ায় অনেকটা ধোঁয়াশায় রয়েছে জাহিদুরের স্বজনরা।

ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ মার্চ লন্ডন যান জাহিদ। পরিবারের ধারণা, ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাকে অপহরণ করা হয়েছে। তার সঙ্গে ছিলেন প্রকৌশলী সাইফুল ইসলাম ও গাড়িচালক মোহাম্মদ খালেদ।

মঙ্গলবার সকালে ঢাকার সাভারে বসবাসরত সাংবাদিক জাহিদের স্বজন মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সৈয়দ হাসিবের সঙ্গে কথা হয় নিউজবাংলার। জাহিদের স্ত্রী তাসনিমা রহমান সাংবাদিক হাসিবের খালা। তবে এর আগে তাসনিমাকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

জাহিদের স্ত্রীর বরাতে হাসিব নিউজবাংলাকে বলেন, ‘গতকাল (সোমবার) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লাস্ট আপডেট যেটা পাওয়া গেছে, ড্রাইভারকে (মোহাম্মদ খালেদ) আগেই ছেড়ে দিছে। আর জাহিদ আঙ্কেল ও তার সঙ্গে থাকা প্রকৌশলী (সাইফুল ইসলাম) লিবিয়ার বর্তমান সরকারের সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে আছে।

‘আজ বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে কোন সময় দেখা করবে সেটা আমরা জানি না।’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা এ পর্যন্ত পজিটিভ সংবাদ পেয়েছি। তবে আজকের দিনটা গেলে সঠিক তথ্য পাওয়া যাবে। এনটিভির একজন সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু আন্টির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর