নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে মেগা সিটিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত ইতো নাওকি। এ শহরের উন্নয়নে জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা) বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিউট, শেখ রাসেল পার্ক এবং জাইকার অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনের সময় বুধবার বিকেলে তিনি এ কথা বলেন।
ইতো নাওকি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি পরিচিত নগরী। যারা নারায়ণগঞ্জে থাকেন, তারা জানেন এ নগরী কত উন্নত হচ্ছে। আমারও অনেক ভালো লেগেছে নগরীর উন্নয়ন দেখে।’
এ সময় সিটি মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, ‘জাপান সিটির আদলে নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য দেশটির সহযোগিতা প্রত্যাশা করছি। এ নগরীর প্রধান সমস্যা যানযট নিরশনে আমরা জাপানের সহযোগিতা চেয়েছি। আশা করছি আগামীতে এ শহরের যানজট দূর করা যাবে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।